দেশ

দেশ জুড়ে পালিত হল ৭৩ তম স্বাধীনতা দিবস

নয়াদিল্লিঃ ৭৩ তম স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় পতাকা উত্তোলনের তোড়জোড়। সকালে লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই ছিল তাঁর প্রথম স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতই এদিন লালকেল্লা প্রাঙ্গণে ছিল ছাত্রছাত্রীদের ভিড়। তিরঙ্গায় মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর। ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা বন্দোবস্ত। ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার কথা জানালেন তিনি। লালকেল্লা থেকে করলেন বিশেষ ঘোষণা। এদিন

তিনি জানিয়েছেন, দেশের পরিকাঠামো বদলে ফেলতে চান তিনি। রেল স্টেশন, রাস্তা, বিমাবন্দর, সমুদ্র বন্দর- এইসব তৈরির জন্যই এই বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করবে সরকার। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৭০ বছরে ভারতের অর্থনীতি ২ ট্রিলিয়নে পৌঁছেছিল। আর পাঁচ বছরে ২ থেকে ৩ ট্রিলিয়ন হয়ে গিয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেন তিনি। বলেন, নাহলে ভবিষ্যতে অনেক সমস্যা দেখা দেবে। যারা ছোট পরিবারে বিশ্বাস করে, তারা দেশের উন্নয়নে নিজেদের অবদান রাখছেন। তাই এটাও একরকম দেশপ্রেম। আজ প্রোটোকল ভেঙে জয় করলেন শিশুদের মন। স্বাধীনতার আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী, তাঁর সঙ্গে একদল কচিকাঁচারা।