আজ বানতলায় চর্মশিল্পের নতুন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশের সবচেয়ে বড় চর্মশিল্পের হাব তৈরি হতে যাচ্ছে এই রাজ্যে। ৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে চর্মশিল্পের নতুন প্রকল্প থেকে। শুধু তাই নয়, ৮০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে এই প্রকল্পে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বানতলাকে রাজ্যের ‘কর্মদিগন্ত’ বলেও অভিহিত করেন তিনি। তিনি জানান, ‘কানপুরের চর্মশিল্প গুটিয়ে যাচ্ছে আর সেই শিল্প এখন স্থান পাচ্ছে বাংলায়। এই প্রকল্পের সঙ্গে যুক্ত রাজ্যবাসীরা যেমন সুযোগ সুবিধা পাবেন, তেমনি কানপুর থেকে যাঁরা আসবেন তাঁদের জন্যও আমরা সবরকম ব্যবস্থা করে দেব। ইতিমধ্যে কানপুর থেকে আসা ১৮৭ জনকে আমরা বাসস্থান দিয়েছি। বাকি ২৫০ জনকেও এক সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে।’