জেলা

ধেয়ে আসছে ‘বুলবুল’, দিঘা-শঙ্করপুরে কড়া সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর আন্দামান সাগর লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের চেহারা নিচ্ছে বলে জানাল । ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। নাম দেওয়া হয়েছে বুলবুল। বার বার খালি গতিপথ পরিবর্তন করছে বুলবুল। শেষ উপগ্রহ চিত্র বলছে, অতি তীব্র ঘূর্ণিঝড় হয়ে দিঘার কাছে আছড়ে পড়বে বুলবুল। হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ১৫০ – ১৭০ কিলোমিটার। আগামী ৪৮ ঘণ্টায় বুলবুলের প্রভাবে দক্ষিণবঙ্গের অন্তত তিনটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে শুরু করবে। শনিবার বৃষ্টি শুরু হবে। শুক্রবার বিকেলের পর এই ঘূর্ণিঝড় ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলেই

আশঙ্কা আবহাওয়াবিদদের। শনিবার তা অতি ভয়ঙ্কর হতে পারে। মৌসম ভবন জানাচ্ছে, এখনও যা গতিপথ বোঝা যাচ্ছে তাতে ওড়িশা, বাংলা হয়ে বুলবুল যাবে বাংলাদেশের দিকে। তবে কোন এলাকায় প্রথম এই ঝড় আছড়ে পড়বে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর তিনটের সময়ে নিম্নচাপের অবস্থান ছিল কলকাতা থেকে ৯৩০ কিলোমিটার দূরে। ইতমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা। মত্‍স্যজীবীদের সমুদের যেতে নিষেধ করা হয়েছে।  মাইকে প্রচার চলছে দিঘা, শঙ্করপুর, মন্দারমণিতে। তবে বৃহস্পতিবার বিকেল থেকেই সমুদ্রে নামতে বা সৈকতে ঘোরাফেরাইয় বিষেধাজ্ঞা জারি করেছে দিঘা-মন্দারমনি-তাজপুর পর্যটন কেন্দ্র। একই ভাবে স্তর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগণাতেও।