কলকাতা

ধোপে টিকল না অভিযোগ, ‘বিশ্ব বাংলা লোগো’ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

বিশ্ববাংলা লোগো নিয়ে জনস্বার্থ মামলা আজ খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিজেপিতে যোগদানের পর বিশ্ব বাংলা লোগো নিয়ে তোলপাড় করে দিয়েছিলেন মুকুল রায়। এরপর বিশ্ববাংলা কোম্পানি না সরকারি সংস্থা? বিশ্ব বাংলার আসল মালিক কে? তদন্তের নির্দেশ চেয়ে হাইকোর্টে দায়ের হয় জোড়া জনস্বার্থ মামলা। ওই দুটি মামলাই খারিজ করেছে আদালত। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওই লোগোটির মালিক তিনি নন। হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল শমীক দাশগুপ্ত ও সিদ্ধার্থ দাস। তাদের বক্তব্য ছিল, লোগোটি ব্যবহার করে লাভবান হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অভিযোগের পক্ষে পোক্ত প্রমাণ আদালতে দিতে পারেননি তাঁরা। কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাভবান হয়েছেন, তা দেখাতে পারেননি।