হক জাফর ইমাম, মালদা: মালদা শহরের নিকাশি নালা সংস্কারে তৎপর হয়েছেন মালদা ইংরেজবাজার পৌরসভা ও জেলা প্রশাসন। মালদা শহরে রেলের জমিতে নিকাশি নালা থাকায় নিয়মিত সংস্কারের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে মালদা ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষের। যার ফলে ২৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের জঞ্জাল আবর্জনার স্তুপ ক্রমাগত বাড়ছে। এনিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা। তড়িঘড়ি সমস্যা সমাধানে ময়দানে নামলো জেলা প্রশাসন এবং ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ ।
যদিও এই সমাধানের উদ্যোগে প্রথমেই এগিয়ে আসেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান মৌসম নুর । যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে মৌসম নুরকে পুরসভার মাথার উপরে বসানো হয়েছে তাই এই অভিযোগ পাওয়ার পর সমস্যা সমাধানে উদ্যোগী হন তিনি। উল্লেখ্য কয়েকদিন আগে ওই দুই ওয়ার্ডের বাসিন্দারা তৃণমূল নেত্রীর কাছে গিয়ে জঞ্জাল, আবর্জনা পরিস্থিতির কথা জানিয়েছিলেন। বিষয়টি জানা মাত্রই পুরসভা এবং প্রশাসনকে জানিয়ে তড়িঘড়ি বৈঠক করেন মৌসম নুর। এরপর সিদ্ধান্ত হয় প্রশাসন এবং পুরসভার পক্ষ থেকে ২৩ এবং ২৬ নম্বর ওয়ার্ড তদারকি করে দেখা হবে।এই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সাতসকালেই জেলাশাসক রাজষী মিত্র, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার ঘোষের নেতৃত্বে পুরসভা প্রশাসনের কর্তারা ২৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের জঞ্জাল, নিকাশি নালার পরিস্থিতি তদারকি করেন। তাদের সঙ্গে রেলের পদস্থ আধিকারিকেরাও ছিলেন। রেলের অধিকাংশ জায়গার রয়েছে ওই দুই ওয়ার্ডের নিকাশি নালা। রেলের জমি থাকার ফলে পুরসভার এই নিকাশি নালাগুলি সংস্কারের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কিভাবে সমস্যার সমাধান করা যায় তার জন্য এদিন রেল কর্তাদের নিয়েও জেলাশাসক এবং চেয়ারম্যান বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। দ্রুত সমস্যা সমাধানেরও আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।জেলাশাসক রাজশ্রী মিত্র বলেন, রেলের বেশকিছু জমিতেই পুরসভার নিকাশি নালা রয়েছে। যেগুলি সংস্কার করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে সমাধানের পথ এখনো কিছু বেরোয় নি। পরবর্তীতে ইঞ্জিনিয়াররা এই জায়গাগুলি আরেকবার তদারকি করবেন। প্রয়োজনে আমিও আসবো । তারপরে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বার করা হবে।মালদা টাউন স্টেশন ম্যানেজার দিলিপ চৌহান বলেন, রেলের জমিতে বেশ কিছু জায়গায় নিকাশি নালার ব্যবস্থা রয়েছে। সেই জায়গাগুলির বর্তমান পরিস্থিতি ঘুরে দেখলেন জেলাশাসক , চেয়ারম্যান। জঞ্জাল পরিস্থিতি সমাধানেজেলা প্রশাসনকে রেল কর্তৃপক্ষ সবরকম ভাবে সহযোগিতা করবে।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার ঘোষ বলেন, রেলের জায়গা ২৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের জায়গা দিয়ে নিকাশি নালাগুলি রয়েছে। কিন্তু রেল কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া পুরসভা সংস্কারের কাজ করতে পারে না ।তাই ইচ্ছা থাকলেও আমরা কাজ করতে পারছি না ।পরিকল্পনা রয়েছে রেলের অংশে পুরসভা যেসব জায়গায় রয়েছে সেগুলি সুন্দরভাবে নতুন করে গড়ে তোলা হবে। এজন্য রেলের অনুমতি দরকার তাই এদিন ২৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা হয়েছে। আশা করছি খুব দ্রুত সমস্যা মিটে যাবে।বলাবাহুল্য, ২৩ নম্বর ওয়ার্ডটি বর্তমানে কাউন্সিলর বিহীন। বয়সের কারচুপির কারণে অভিযোগের ভিত্তিতে আদালতের মাধ্যমে ওই ওয়ার্ডের কাউন্সিলরের পদ খারিজ করা হয় । ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে। কিন্তু দুই ওয়ার্ডের একাধিক এলাকা রেলের জমিতে গড়ে উঠেছে নিকাশি নালা। যেখানে অতি সহজেই পুরসভা সংস্কার এবং পরিচ্ছন্নতার কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে। যার কারণে এলাকায় দূষণ ছড়াচ্ছে। ডেঙ্গু রোগ দেখা দিচ্ছে । এসব নিয়েই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা তৃণমূল নেত্রী মৌসুম নূরের কাছে অভিযোগ জানিয়েছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরসভা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মৌসুম নূর । তারপরে ওই দুই এলাকার সমস্যা সমাধানে এগিয়ে আসে মালদা জেলা প্রশাসন এবং মালদা ইংরেজবাজার পুরসভার কর্তৃপক্ষ।