চিলির নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছে চিলি কর্তৃপক্ষ। বুধবার নিখোঁজ হওয়া স্থান থেকে ৩০ কিলোমিটার দূরে ‘ড্রেক প্যাসেজ’ নামের একটি জলাধারে ওই বিমানের ধ্বংসাবশেষ ভাসতে দেখা যায়। দেশটির বিমান বাহিনীর কমান্ডার এদুয়ার্দো মসকিয়েরা জানান, খুঁজে পাওয়া ধ্বংসাবশেষটি নিখোঁজ হওয়া ওই বিমানের অভ্যন্তরীণ জ্বালানি ট্যাঙ্কের স্পঞ্জের একটি অংশ হতে পারে। তবে এই ধ্বংসাবশেষটি ঐ নিখোঁজ বিমানেরই কিনা তা নিশ্চিত হতে ‘সংশ্লিষ্ট তদন্ত’ করবে বিমান বাহিনী। গত সোমবার হারকিউলিস সি-১৩০ মডেলের বিমানটি দক্ষিণাঞ্চলীয় শহর পুন্তা এরিনাস থেকে স্থানীয় সময় বিকেল ৪ টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে। তবে সন্ধ্যা ৬ টার দিকে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে এ সময় মোট ৩৮ জন যাত্রী ছিল। এদের মধ্যে ১৭ জন ক্রু এবং ২১ জন যাত্রী।