দেশ

নির্বাচিত কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে সরাতে ব্যস্ত প্রধানমন্ত্রী: রাহুল গান্ধি

বিভিন্ন রাজ্যগুলিতে নির্বাচিত কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে সরাতে ব্যস্ত প্রধানমন্ত্রী , বললেন রাহুল গান্ধি । বুধবার সকালে এক টুইট বার্তায় নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে টুইট করেন । রাহুল গান্ধি লেখেন, “আরে @ পিএমও ইন্ডিয়া, আপনি (নরেন্দ্র মোদি) তো নির্বাচিত কংগ্রেস সরকারকে টালমাটাল করার কাজে ব্যস্ত ছিলেন, এই সময় আপনার পক্ষে গোটা বিশ্বে যে তেলের দাম ৩৫% কমেছে সেই বিষয়টি লক্ষ্য না করাই স্বাভাবিক”। এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদি সহ গোটা বিজেপি দল ব্যস্ত মধ্যপ্রদেশের ১৫ মাস বয়সী কমল নাথ সরকারকে ফেলে দিতে, এমন অভিযোগই করেন ওই কংগ্রেসের প্রাক্তন সভাপতি। “আপনি কি দয়া করে # পেট্রোলের দাম লিটার পিছু ৬০ টাকার কম দামে বিক্রির ঘোষণা করে ভারতীয়দের উপকার করতে পারেন? আপনি যদি এটা করেন তবে দেশের ধুঁকতে থাকা অর্থনীতি একটু হলেও গতি পাবে” যোগ করেন তিনি।