কলকাতা

নেতাজির নিখোঁজ রহস্য জানার অধিকার আছে দেশবাসীর, টুইট মমতার

নিখোঁজ হওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠিক কী হয়েছিল, তা জানার অধিকার দেশবাসীর রয়েছে । টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নেতাজির অন্তর্ধান নিয়ে একাধিক তত্ত্ব রয়েছে । অনেকের মতে, ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে । কিন্তু, তাইওয়ান সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, উল্লিখিত ওই দিনে সেখানে কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি । কয়েকজন গবেষকের বক্তব্য, গুমনামি বাবার ছদ্মবেশে উত্তরপ্রদেশের ফৈজাবাদে ছিলেন নেতাজি । অনেকে বলেন যে, তিনি রাশিয়ায় ছিলেন । ২০১৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার নেতাজি সম্পর্কিত ৬৪টি ফাইল প্রকাশ্যে আনে। যা স্বরাষ্ট্র দপ্তরের কাছে রাখা ছিল। যদিও ২০১৬ সালে ১ সেপ্টেম্বর মোদি সরকার জাপান সরকারের মহাফেজখানা থেকে তথ্য সংগ্রহ করে জানিয়েছিল নেতাজির মৃত্যু হয়েছে তাইহোকু বিমান দুর্ঘটনাতেই। কিন্তু এর সত্যতা এখনও প্রকাশ্যে আসেনি।