পঞ্জাবের গুরদাসপুরে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। আহত আরও ২৭ জন। বুধবার বিকেলে জলন্ধর রোডে বাতালার বাল্মিকী আশ্রমের কাছে কারখানায় আরও কয়েকজন আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। আহতদের মধ্যে ১৪ জনের জখম গুরুতর। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের কয়েকটি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে দাঁড়িয়ে থাকা অনেক গাড়ির। গুরদাসপুররে ডেপুটি কমিশনার জানিয়েছেন, উদ্ধারের কাজ চলছে। কেউ ধ্বংসস্তূপের তলায় চাপা রয়েছে কিনা তা দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বহুদিনের আগেই অভিযোগ, ওই কারখানা অবৈধ। বারবার বলা সত্তবেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। ২ বছর আগেও একটি বিস্ফোরণে ১ জন মারা গিয়েছিলেন। পঞ্জাব সরকার নিহতদের পরিবারকে ২ লাখ টাকার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। আহতদের জন্য ৫০ হাজার টাকা।