খেলা

পাকিস্তানকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটে হেরে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পাকিস্তান। ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির আত্মবিশ্বাস নিয়েই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আমির, সরফরাজরা। শুক্রবার নটিংহাম ট্রেন্টব্রিজে টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ওশেন টমাস, জেসন হোল্ডারদের দুরন্ত বোলিংয়ের সামনে টিকতেই পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। পাকিস্তান ২১.৪ ওভারে মাত্র ১০৫ রান তুলেই গুটিয়ে যায় পাক দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ফখর জামান ও বাবর আজম (২২)। অধিনায়ক সরফরাজ, মহম্মদ হাফিজ, হাসান আলিরা কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওশেন টমাস চারটি উইকেট নেন। তিনটি উইকেট নেন জেসন হোল্ডার। ব্যাট করতে নেমে মাত্র ১৩.৪ ওভারেই তিন উইকেট হারিয়ে ১০৫ রানের গন্ডি পার করে দেন গেলরা। ওপেনার শাই হোপ এবং তিন নম্বরে নাম ড্যারেন ব্রাভো রান না পেলেও গেল-নিকোলাস পুরান জুটি বাকি কাজটি করে দেন। গেল ৩৪ বলে ৫০ রান আর পুরান ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন।