মালদা

পারিবারিক বিবাদের যেরে সেনা জওয়ানের স্ত্রীকে বাড়ি ছাড়া করলেন ননদেরা

হক জাফর ইমাম, মালদাঃ পারিবারিক বিবাদে এক সেনা জওয়ানের স্ত্রী কে বাড়ি ছাড়া করলেন ননদেরা। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে পুরাতন মালদহের মোকাতি পুরে। অভিযোগ ওই সেনা জওয়ান তার দুই বোনের সাথে মিলে নির্যাতন চালায়। মালদা টাউন স্টেশনে স্ত্রী সহ দুই শিশুকে নিজের কর্ম ক্ষেত্র থেকে নিজের বাড়ি ফিরছিলেন ওই সেনা জওয়ান। যদিও তাদের স্টশনে ছেড়েই চলে যান ওই জওয়ান। পরে ওই নির্যাতিতা মহিলা মোকাতিপুরে বাড়িতে ফিরে আসেন। অভিযোগ সেখানে তার ননদ রা বাড়িতে ঢুকতে দেয়নি। ঘটনার জেরে ওই মহিলা জিনিসপত্র নিয়ে বাড়ির সামনে ধরনা দেন। এ নিয়ে থানায় অভিযোগ করলেও পুলিস কোনও পদক্ষেপ না করায় সোমবার রাত্রি বারোটা নাগাদ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ওই মহিলা দুই শিশুকে নিয়ে একটি হোটেলে ওঠেন। এ বিষয়ে ওই নির্যাতিত মহিলা বলেন, স্বামীকে ভুল বুঝিয়ে ননদরা আমাকে বাড়ি ছাড়া করেছে। যে বাড়িটি রয়েছে সেটি আমার স্বামী তৈরি করেছিল। সুতরাং এখানে আমার অধিকার আছে। ননদ রা আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না এত জিনিসপত্র ও ছেলেমেয়েকে নিয়ে যাব কোথায় । স্থানীয় থানায় অভিযোগ করেছি কিন্তু পুলিস কোনও স্টেপ নাই নি। এ বিষয়ে তার ননদ রা বলেন, মোকাতিপুরে বাড়িটি বাবা তৈরি করেছে। সুতারাং সেখানে আমাদের ভাগ আছে। ও দাদার কাছে থাকত না সুতরাং আমরা ওদের বাড়িতে কোনও আশ্রয় দিতে চাই না। এ বিষয়ে মালদহ থানার আইসি শান্তি নাথ পাঁজা বলেন, মোকাতিপুরে পারিবারিক বিবাদে এক মহিলা অভিযোগ করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।