দক্ষিণ ২৪ পরগণারঃ পিকনিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জনের। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটের উস্তির বানেশ্বরপুর এলাকায় এই ঘটনা ঘটে । পিকনিকের আনন্দ মুহূর্তে বদলে যায় শোকে । মগরাহাটের মামুদপুরের কয়েকজন পিকনিক করার জন্য বেছে নিয়েছিলেন তাদের আত্মীয়ের বাড়ি উস্তির বানেশ্বরপুর । সেই মত বানেশ্বরপুর গ্রামে একটি বেসরকারি স্কুলে এই পিকনিকের আয়োজন করা হয় । এই স্কুলের ছাদ ঘেঁষে গিয়েছে বিদ্যুতের তার । দুপুরে এই স্কুলের ছাদে যখন খাওয়াদাওয়ার তোড়জোড় চলছে সেই সময়ে আনন্দ হুল্লোড় করার সময়ে কোনো ভাবে বিদ্যুতের তারে হাত লাগে রেজাউল মোল্লার। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন গফফর মোল্লা । এই দুজনকে বিদ্যুতপৃষ্ট হতে দেখে তাদের বাঁচাতে যান মফিজুল মোল্লা । অন্যান্যরা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে রেজাউল ও গফফরকে মৃত বলে ঘোষণা করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যু হয়েছে মফিজুল মোল্লার। পিকনিক করতে এসে বিদ্যুত্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন। কীভাবে স্কুলের ছাদের উপর দিয়ে হাই টেনশনের তার গেল তা নিয়ে একাধিক প্রশ্ন দানা বাঁধছে।