কলকাতা

পুজোয় গভীর রাতেও মিলবে রেল পরিষেবা, হাওড়া-শিয়ালদহ লাইনে চলবে বাড়তি ট্রেন

কলকাতাঃ বাঙালির উৎসবে কাঁধ মিলিয়ে বরাবরের মতো এবারও শামিল হল পূর্ব রেল। কলকাতার পুজো দেখতে শহরতলির যে সব যাত্রী আসবেন তাঁদের যাতায়াতের সুবিধা দিতে এবারও গভীর রাতে ট্রেন চালাবে হাওড়া ও শিয়ালদহ ডিভিশন। ওই দুই ডিভিশন সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-ডানকুনি, রানাঘাট-বনগাঁ, দক্ষিণ শাখায় শিয়ালদহ-বারুইপুর ও শিয়ালদহ-বজবজের মধ্যে মোট ১০ জোড়া লোকাল ট্রেন চলবে। হাওড়া-বর্ধমান মেন ও কর্ড শাখায় একজোড়া করে, ব্যান্ডেল শাখা ও তারকেশ্বরেও একজোড়া করে লোকাল চলবে পুজোর রাতে।রাত ছাড়াও পুজোর দিনগুলিতে ভোর থেকে দুপুর দুটো পর্যন্ত রবিবারের মতো ট্রেন চলবে। দু’টোর পর সাধারণ দিনের মতো ট্রেন চললেও গ্যালপিং ট্রেনগুলোকে সব স্টেশনে দাঁড় করানো হবে পুজোর সময়। গভীর রাতের ট্রেনগুলির নির্ধারিত সময়সূচি- শিয়ালদহ থেকে রাত ১২.৪০ মিনিটে একটি লোকাল ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত আড়াইটের সময়। রানাঘাট থেকে একটি ট্রেন রাত পৌঁনে বারোটায় ছেড়ে শিয়ালদহে পৌঁছবে রাত ১.৪০ মিনিটে। শিয়ালদহ থেকে রাত ২.৩০ মিনিটে একটি লোকাল ছেড়ে নৈহাটি পৌঁছবে রাত ৩.৩৫ মিনিটে। নৈহাটি থেকে একটি ট্রেন রাত ১২.৩৫ টায় ছেড়ে শিয়ালদহে পৌঁছবে রাত দেড়টায়। শিয়ালদহ থেকে আরও একটি ট্রেন রাত ১.৪৫ মিনিটে নৈহাটির উদ্দেশে ছাড়বে। সেখান থেকে ট্রেনটি ২.৫৫ মিনিটে শিয়ালদহের উদ্দেশে যাত্রা করবে। শিয়ালদহ থেকে রাত ১২.৪০ মিনিটে একটি লোকাল ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত আড়াইটের সময়। বনগাঁ থেকে একটি ট্রেন রাত ১১.৫৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছবে রাত ১.৪৫ মিনিটে। শিয়ালদহ থেকে রাত সাড়ে এগারোটায় একটি লোকাল ছেড়ে ডানকুনি পৌঁছবে ১২.১৫ মিনিটে। ডানকুনির ট্রেনটি রাত ১২.২৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছবে রাত ১.০৫ মিনিটে। রানাঘাট থেকে একটি ট্রেন রাত দশটার সময়ে ছেড়ে বনগাঁ পৌঁছবে এগারোটার সময়। বনগাঁ থেকে আরও একটি ট্রেন রাত ৯.৫৮ মিনিটে ছেড়ে দশটা পঞ্চান্ন মিনিটে রানাঘাট পৌঁছবে।দক্ষিণ শাখায় শিয়ালদহ-বারুইপুরের মাঝে তিন জোড়া ও শিয়ালদহ-বজবজের মধ্যে এক জোড়া গভীর রাতের ট্রেন চলবে। শিয়ালদহ থেকে বিকেল ৩.২০ মিনিটে একটি ট্রেন বারুইপুরের উদ্দেশে ছাড়বে। বারুইপুর থেকে ট্রেনটি ফিরবে বিকেল ৪.৩৮ মিনিটে। রাতের ট্রেনগুলির একটি সাড়ে বারোটায় শিয়ালদহ ছাড়বে। বারুইপুর থেকে ছাড়বে ১.২৫মিনিটে। অন্যটি রাত ২.২০ মিনিটে শিয়ালদহ ছাড়বে। বারুইপুর থেকে ছাড়বে রাত ৩.১০ মিনিটে। রাত সাড়ে এগারোটায় শিয়ালদহ থেকে ছাড়বে বজবজগামী ট্রেন। বজবজ থেকে রাত সাড়ে বারোটায় ট্রেনটি শিয়ালদহের উদ্দেশে যাত্রা করবে। পঞ্চমী থেকে নবমী এই পাঁচদিন গভীর রাতের চলবে ট্রেনগুলি বলে শিয়ালদহ ডিভিশন সূত্রে বলা হয়েছে। ট্রেনগুলিতে সুরক্ষা ব্যবস্থার জন্য এসকর্ট বাহিনী থাকবে। শহরতলির স্টেশনগুলিতেও থাকবে পুলিশ প্রহরা।সপ্তমী থেকে নবমী পর্যন্ত গভীর রাতে ট্রেন চালাবে হাওড়া ডিভিশন। হাওড়া থেকে মেন বর্ধমান লোকালটি ছাড়বে রাত ১২.৪৫ মিনিটে। বর্ধমান থেকে রাত সাড়ে ন’টার সময় হাওড়ার উদ্দেশে একটি লোকাল ছাড়বে। কর্ড শাখার বর্ধমান লোকালটি হাওড়া ছাড়বে রাত সওয়া একটার সময়ে। বর্ধমান থেকে রাত সাড়ে দশটার সময় হাওড়াগামী একটি ট্রেন ছাড়বে। হাওড়া থেকে ব্যান্ডেল লোকালটি ছাড়বে রাত একটার সময়ে। ডাউন ব্যান্ডেল লোকালটি সেখান থেকে ছাড়বে রাত সাড়ে এগারোটার সময়। তারকেশ্বর থেকে রাত এগারোটার সময়ে ছাড়বে ডাউন বিশেষ লোকাল। হাওড়া থেকে রাত সাড়ে বারোটার সময় একটি তারকেশ্বর লোকাল চলবে।