মালদা

পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে পাকা বাড়ির উপভোক্তাদের নিয়ে কর্মশালা

হক জাফর ইমাম, মালদাঃ পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে ২০১৮-২০১৯ সালের পাকা বাড়ির উপভোক্তাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় বৃহস্পতিবার পুরাতন মালদা পৌরসভা দপ্তরের পাশে মুক্তমঞ্চের সামনে। এই দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান কার্তিক ঘোষ, উপ পৌর মাতা চন্দনা হালদার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌর কর্মী বৃন্দ। আজকের এই কর্মশালায় তৃতীয় লটের প্রায় ৮০০ জন সকলের জন্য পাকা বাড়ির উপভোক্তারা অংশগ্রহণ করে এবং এই উপভোক্তাতাদের কর্মশালায় জানানো হয় যে কিভাবে তারা বাড়ির প্ল্যান পাস, ব্যাংক অ্যাকাউন্টের বই জমা এবং বিভিন্ন ধরনের

সংশ্লিষ্ট দপ্তরের কাজ করবে তা বিস্তারিত ভাবে বুঝিয়ে দেন সকলের জন্য পাকা বাড়ি দফতরের আধিকারিকরা। আজকের এই কর্মশালায় পৌর প্রধান কার্তিক ঘোষ উপভোক্তা দের প্রতি আহ্বান রাখেন যে তাদের পৌরসভায় যে ভাবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে সাধারণ মানুষকে ঘর পাইয়ে দিয়েছে তাই আগামী দিনে যেন উপভোক্তারা তাদের পাশে থাকেন এবং পৌর প্রধান উপভোক্তা দের প্রতি আরেকটা কড়া বার্তা দেন যে কোন ওয়ার্ডে কোন কাউন্সিলর বা কোন কর্মী ঘরের নাম করে উপভোক্তা দের কাছে টাকা দাবি করে তবে যেন সঙ্গে সঙ্গে পৌর প্রধানকে অভিযোগ করে এবং পৌরসভা তার প্রতি আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান।