মালদা

পুলিশের অমানবিক আচারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন টোটো চালকদের

হক জাফর ইমাম, মালদাঃ পুলিশের অমানবিক আচারণের প্রতিবাদে এবারে শহরের রাজপথে আন্দোলন সংঘটিত করল টোটো চালকেরা। শুক্রবার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় মালদা জেলা টোটো এন্ড ই রিক্সা ড্রাইভার এন্ড অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে। পরে সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক টোটোর চালকদের টোটো চালানোর অনুমতি পত্র প্রদান, অবিলম্বে টোটো শোরুম বন্ধ সহ একাধিক দাবি নিয়ে অতিরিক্ত জেলা শাসকের নিকট একটি দাবি পেশ করা হয়। উল্লেখ্য টোটো চালকদের উপর পুলিশী হয়রানির প্রতিবাদ এবং ইংরেজবাজার পৌরসভার নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শুক্রবার ১২ ঘণ্টা টোটো বন্ধ রেখে বিক্ষোভ দেখান টোটো চালক ও মালিকরা। এদিন তারা মালদা ইংরেজবাজার পৌরসভার পুরো প্রধান নিহার রঞ্জন ঘোষের কুশপুত্তলিকাও দাহ করেন।তাদের দাবি পুলিশী হয়রানি বন্ধ করা এবং ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে টোটো পাকড়াও করে তাদেরকে বাধ্য করা হচ্ছে ই রিকশা কিনতে। এগুলি বন্ধ করার দাবিতে ১২ ঘণ্টা টোটো বন্ধ রেখে বিক্ষোভে শামিল হয় টোটো চালক মালিকরা। পরে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন।