কলকাতাঃ মামলায় প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার মামলার রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। ফলে এখনই রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার মামলার শুনানি শেষ হল বুধবার। শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুমতী মিত্র। পরবর্তী রায়দান না হওয়া পর্যন্ত রাজীব কুমারের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজীবের বিরুদ্ধে সিবিআই এর কঠোর পদক্ষেপের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছিল আদালত।এর আগে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনে সিবিআই৷ সিবিআইয়ের আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন রাজীব কুমারের বিরুদ্ধে তদন্তে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে৷