হক জাফর ইমাম, মালদা: বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, দ্রুত পে-কমিশন সহ একাধিক দাবিতে ওয়েস্ট বেঙ্গল কলেজ এমপ্লয়িজ ইউনিয়নের তরফ থেকে মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্যের কাছে ডেপুটেশন প্রদান করেন । সোমবার দুপুরে মালদা কালেক্টরেট বিল্ডিংয়ে জেলাশাসকের কাছে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশনের কপিটি জেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে।
ওই সংগঠনের মালদা জেলা সম্পাদক নীলকমল সাহা জানিয়েছেন, চাকুরীরত অবস্থায় মৃত্যু হলে সেই শূন্যপদের জন্য মৃত ব্যক্তির পরিবারের কাউকে পুনরায় চাকরির ব্যবস্থা করতে হবে। অবসরকালীন অবস্থায় পেনশনভোগীরা মারা গেলে তাদের পরিবারের স্ত্রী’দের অবর্তমানে অবিবাহিত মেয়েরা যাতে পেনশনভোগী হন তার ব্যবস্থা সরকারকে করতে হবে। এরকমই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এদিন জেলাশাসকের মাধ্যমে রাজ্যের শিক্ষা মন্ত্রীর কাছে এই ডেপুটেশনের কপি পাঠানো হয়েছে । আমাদের আশা রাজ্য সরকার সমস্ত বিষয়গুলি শোনার পরে প্রয়োজনীয় উদ্যোগ নিবেন।