কার্ত্তিক গুহ, পশ্চিম মেদিনীপুর: ছাগল চরাতে গিয়ে বিপত্তি।বজ্রাঘাতে কোনোরকমের রাখাল নিজের জীবন নিয়ে ফিরে এলেও ঘটনাস্থলেই মারা গেল হাফ ডজন ছাগল। মৃত্যুর সঙ্গে লড়াই করছে আরো চারটি ছাগল। ঘটনাটি ঘটেছে সোমবার গোয়ালতোড় থানার মানসিংহ গ্রামে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন মাঠে নিজের ছাগল নিয়ে ছাগল চরাচ্ছিলেন মানসিংহ গ্রামের শম্ভু হাঁসদা। এমন সময় হঠাৎ করে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হলে ছাগল গুলি বিভিন্ন গাছের নীচে আশ্রয় নেয়। এক গাছের নীচে আশ্রয় নেই শম্ভুও। সেই সময় বজ্রাঘাত হয় একটি গাছে। সেই গাছের নীচে আশ্রয় নিয়েছিল দশটি ছাগল। আর সেই গাছের থেকে মাত্র ৫০ ফুট দূরে অন্য একটি গাছের নীচে আশ্রয় নিয়েছিল শম্ভু। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায় ছয়টি ছাগল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরো চারটি। ঘটনায় হতভম্ব হয়ে পড়ে শম্ভু। কোনো রকমে প্রাণ নিয়ে বাড়িতে ফিরে আসে। শম্ভু জানায়, “মেঘলা আকাশ ছিলই সকাল থেকেই। কিন্তু ছাগল ককে তো আআর ববাড়িতে বেঁধে রাখা যায়না তাই মমাঠের দদিকে চিরাতে নিয়ে গিয়েই এই দুর্ঘটনা ঘটলো। ছয়টি ছাগাল মারা যাওয়াতে আমার আনেক ক্ষতি হলো। তবে প্রাণ নিয়ে বাড়ি ফিরে এসেছি এটাই অনেক”।