জেলা

বনধে তাণ্ডব বিজেপির, উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র

জগদ্দলে রবিবার গোলমালের পর সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছে বিজেপি। গন্ডগোলের অভিযোগে এপর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার এবং স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিস। অশান্তি এড়াতে সারা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রজুড়ে প্রচুর পুলিস এবং র‌্যাফ মোতায়েন করা হয়েছে। তা সত্ত্বেও ব্যারাকপুর, জগদ্দল, কাঁকিনাড়া সহ বিভিন্ন জায়গা সকাল থেকেই বিজেপি কর্মীদের তাণ্ডবের ফলে অশান্ত হয়ে উঠেছে। কোথাও জোর করে অটোরিক্‌শ থেকে যাত্রীদের টেনে নামিয়ে

দিয়েছে বিজেপি কর্মীরা। কোথাও জোর করে দোকানপাট বন্ধ করিয়ে দেওয়া হয়। দফায় দফায় চলছে যশোর রোড, বারাসত–ব্যারাকপুর সড়ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ। চটকলগুলোর মূল গেটের সামনে বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভ করছে। কারখানায় ঢুকতে দেওয়া হয়নি চটকল শ্রমিকদের। কল্যাণী এক্সপ্রেসওয়ের খয়রাপুর মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি কর্মী, সমর্থকরা। কাঁকিনাড়া স্টেশনে কিছুক্ষণের জন্য ট্রেন অবরোধ করলেও পরে পুলিস গিয়ে তা উঠিয়ে দেয়।