জেলা

বর্ষার দু’মাস পরেও জলমগ্ন কোলাঘাট

কোলাঘাট: চলতি বছর বর্ষা শুরু হয়েছিল আগস্টের মাঝামাঝি নাগাদ। বৃষ্টিপাত এমন কিছু হয়নি। কয়েক দিন ছাড়া-ছাড়া চার দফায় বৃষ্টি হয়েছে।কিন্তু সামান্য বৃষ্টিতেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেড়িয়াচক, ভোগপুর, সিদ্ধা-১অন্চলের ও পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ি, খন্ডখোলা গ্রামপঞ্চায়েত এলাকার বেশকিছু গ্রাম এবং পাঁশকুড়া পৌরসভার ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের এক বিরাট অংশ জলমগ্ন হয়েছিল। তারপর মাঝে-মধ্যে সামান্য জল কমলেও সম্প্রতি নিম্নচাপের বৃষ্টিতে আজো ওই গ্রামগুলির গ্রামীন রাস্তা জলমগ্ন রয়েছে, বহু বাড়ীর বা দোকানের ভেতরে জল। বাঁশের সাঁকো করে যাতায়াত করতে হচ্ছে- ছাত্র-ছাত্রী, বৃদ্ধ-বৃদ্ধা সহ পরিবারের সবাইকে। এমনকি তমলুক – পাঁশকুড়া পিচ রাস্তার কিছু অংশের উপর দিয়ে এখনও বইছে জল। এভাবেই পুজোতে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে বাসিন্দাদের। অথচ মাত্র ১৫-২০ কিমির মধ্যে রয়েছে কোলাঘাটে রূপনারায়ন নদী। পূর্ব মেদিনীপুর জেলা বন্যা প্রতিরোধ কমিটির সম্পাদক নারায়ন চন্দ্র নায়ক বলেন, কোলাঘাট – পাঁশকুড়া ব্লকের ওই এলাকাগুলির নিকাশী জল বের হয় দেহাটি, জয়গোপাল, গঙ্গাখালি ও সোয়াদিঘী খাল হয়ে। খালগুলি মজে যাওয়ায় ও খাল সংলগ্ন যে ড্রেন বা শাখাখালগুলি রয়েছে তা এই জলবহন করার উপযোগী নয়। এর ফলেই সামান্য বৃষ্টিপাতের জল বের হতে এত সময় লাগছে। সে কারনে ভুক্তভোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আশ্চর্যের বিষয়, সেচ দফতর সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পুরসভার এ বিষয়ে কোন হেলদোল নেই।