কলকাতা

‘বহিরাগতরা আছে আন্দোলনে’, দাবি শান্তনু সেন-এর

কলকাতাঃ মুখ্যমন্ত্রী তাঁদের সময় দিয়েছেন আলোচনা করে রাজ্যের স্বাস্থ্য জট কাটাতে। তাঁর আহ্বান মেনে আজ বিকেল পাঁচটায় যাওয়া উচিত এনআরএস–এর আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। হাসপাতালে বৈঠক সেরে একথাই বললেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ–র সর্বভারতীয় সভাপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ চিকিৎসক শান্তনু সেন। এর সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‌আন্দোলনে বহিরাগত’‌ তত্ত্বকে সমর্থন করে এদিন শান্তনুর দাবি, ‘‌জুনিয়র ডাক্তারদের আন্দোলনে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত নন এমন একদল নন–মেডিক্যাল রয়েছে।’‌ তারাই এভাবে আন্দোলন জিইয়ে রাখতে ইন্ধন দিচ্ছে বলে জানিয়ে তিনি আবেদন করেছেন, ‘‌আমি সেই সব নন-মেডিক্যাল মানুষদের আবেদন করছি এখান থেকে সরে যান। চিকিৎসকদের আন্দোলন চিকিৎসকরাই করবেন।’‌