বিদেশ

বাংলাদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ১৫, আহত বহু

২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন প্রায় ১৫ জন। আহতের সংখ্যা শতাধিক। এমনকী এই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। বাংলাদেশ রেল সূত্রে খবর, মঙ্গলবার ভোররাত তিনটে নাগাদ ব্রাহ্মণবেড়িয়া জেলার কসবা থানা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল উদয়ন এক্সপ্রেস এবং ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল তুর্ণা নিশিতা এক্সপ্রেস। দুটি ট্রেন মণ্ডলভাগ রেল স্টেশনের কাছে মুখোমুখি এসে ধাক্কা মারে। সিগন্যাল না মানার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে খবর। দুটি ট্রেনের মধ্যে একটি ছিল উদয়ন এক্সপ্রেস। উদয়ন এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশনে রেল পরিবর্তন করছিল। তখনই দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন।