অবশেষে বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। আগামিকাল অর্থাত্ ১ লা জানুয়ারি থেকেই রাজ্য সরকারি কর্মীদের জন্যে লাগু হচ্ছে ষষ্ঠ বেতন কমিশন। যদিও বর্ধিত বেতন ফেব্রুয়ারি মাস থেকে হাতে পাবেন রাজ্য সরকারি কর্মীরা। একই সঙ্গে বেতন বাড়তে চলেছে স্কুল-কলেজের শিক্ষক, পুর-পঞ্চায়েত কর্মী এবং অধীন সংস্থাগুলির কর্মীদেরও। অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হলে এক ধাক্কায় রাজ্যের খরচ বাড়বে আকাশছোঁয়া। তথ্য বলছে জানুয়ারিতেই বেতন ও পেনশন খাতে প্রায় এক হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে।