জেলা

বিজেপি ছেড়ে ঘরে ফিরলেন তৃণমূল কর্মীরা

মেদিনীপুর: আরও একবার বিরোধী দল বিজেপিকে বড়সড় ধাক্কা দিল শাসক দল তৃণমূল৷ ঘরের কর্মীরা ঘরে ফেরায় স্বস্তির নিশ্বাস ফেলল টিএমসি৷ বিজেপি থেকে ফের তৃণমূলে ফিরলেন মেদিনীপুর সদর ব্লকের জামকুণ্ডা বুথের প্রায় ৩০ জন কর্মী৷দলত্যাগীদের দাবি, ভুল বুঝিয়ে তৃণমূল থেকে তাঁদের বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল৷ ভুল বুঝতে পেরে তাঁরা বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন৷ বিজেপির পতাকা খুলে, পুকুরে ফেলে দেন ওই কর্মীরা৷ এরপর জামকুণ্ডা থেকে এলাইগঞ্জ পর্যন্ত ধিক্কার মিছিল করেন শতাধিক তৃণমূল কর্মী, সমর্থক৷তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি, ভুল বুঝতে পেরেই তৃণমূল কর্মীরা দলে ফিরেছেন৷ অন্যদিকে, বিজেপির জেলা সম্পাদক অরূপ দাসের দাবি, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা ঘটেনি৷ এই নিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে৷ পাশাপাশি এনআরসি-এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে৷দলত্যাগীদের বক্তব্য, ‘‘আমরা বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম বিজেপি একটা সাম্প্রদায়িক দল এখানে শুধু মানুষে মানুষে বিভেদ শেখানো হয় এবং দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব লাগানো হয়৷ তার সঙ্গে আছে এনআরসির আতঙ্ক৷ তাই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম৷ এলাকায় আমরা যত বিজেপির পতাকা তুলেছিলাম সেই সমস্ত পতাকা এলাকা থেকে আমরা খুলে নিলাম৷ তৃণমূলের পতাকা ধরে দলে যোগ দিলাম৷’’প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে এই এলাকায় বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে৷ তাতে আহত হয় দুই দলের বেশ কয়েকজন৷