দেশ

বিপুল হারে কর্মী ছাঁটাই শুরু করেছে বিএসএনএল

সূত্রের খবর, বিপুল হারে কর্মী ছাঁটাই শুরু করেছে বিএসএনএল। যারা রয়েছেন, তাদের বেতনও হচ্ছে না সময়মতো। কর্মীরা ক্ষেপে লাল। আগস্ট মাসের বেতন না পাওয়ায় ৮০০০০ কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেন। যার জবাবে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, চাকরি ছেড়ে দিয়ে চলে যান। অর্থাৎ স্পষ্ট বার্তা, কাজ করতে হলে আমাদের মর্জিমতো করুন। নয়ত নিজেদের রাস্তা দেখে নিন। ‌৫০ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রক্রিয়াও ধীরে ধীরে শুরু হয়েছে। উল্টোদিকে বেতন না পাওয়ায় বিক্ষোভ বাড়ছে গোটা দেশে। বিএসএনএল কর্তপক্ষের তরফে জানানো হয়েছে, ‘‌অন্তত ৭০০০০ কর্মীকে স্বেচ্ছাবসর নেওয়ার একটা প্রস্তাব আনা হয়েছে।’‌ প্রশ্ন উঠছে, এত লোককে স্বেচ্ছাবসর নিতে বাধ্য করলে সংস্থা চলবে কীভাবে?‌ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘‌এই মুহূর্তে ১ লক্ষ ৬৫ হাজার কর্মী রয়েছে। ৭০০০০ স্বেচ্ছাবসর নিলেও অন্তত ১ লক্ষ কর্মী থাকবেন।’‌