বিদেশ

ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করল পাকিস্তান

বুধবার রাতে ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইল গজনভির সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান। মিসাইল গজনভি ২৯০ কিলোমিটার পর্যন্ত একাধিক অস্ত্রবর্ষণে সক্ষম। অনেকটা জায়গাজুড়ে ধ্বংস করতে পারে মিসাইলটি। আজ টুইটারে মিসাইল উৎক্ষেপণের কথা ফলাও করে জানিয়েছেন পাকিস্তানের ডিজিআইএসপিআর তথা পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ ঘফুর। তিনি টুইটারে লিখেছেন, তাঁদের এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের পর পাক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পাকিস্তান চেয়ারম্যান জয়েন্ট চিফস্‌ অফ স্টাফ কমিটি এবং দেশের তিন সেনা বিভাগের প্রধানরা অভিনন্দন জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, গজনভি মিসাইল স্কাড মিসাইলের উন্নত সংস্করণ। এই মিসাইল থেকে ছোড়া অস্ত্র পারমাণবিক এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকযুক্ত।