দেশ

ভারত হিন্দি, হিন্দু ও হিন্দুত্বের অনেক উর্ধ্বে, হিন্দি দিবসে বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

নয়াদিল্লি: হিন্দি দিবস উপলক্ষে শনিবার সকালেই দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। ঠিক তাঁর পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে ধারালো আক্রমণ করলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান।হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন আওয়াইসি এদিন ট্যুইট করে জানান, “হিন্দি প্রত্যেক ভারতবাসীর মাতৃভাষা নয়। আপনি কী ভারতকে সংযোগকারি অন্যান্য ভাষার বৈচিত্র্য ও সৌন্দর্যের কখনও প্রশংসা করতে পেরেছেন ? আইপিসির ২৯ ধারা প্রতি ভারতীয়কে বিভিন্ন ভাষা, শব্দ, সংস্কৃতি অভ্যাস করার অধিকার দিয়ে রেখেছে। ভারত হিন্দি ভাষা, হিন্দু এবং হিন্দুত্বের পরিসরের উর্ধ্বে।”স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার ট্যুইট করে জানিয়েছেন, ভারত একটি বহুভাষী দেশ। প্রত্যেক ভাষার নিজস্ব গুরুত্ব আছে তবে দেশের নির্দিষ্ট একটি ভাষা থাকা দরকার যা বিশ্বের বুকে দেশের পরিচয় তুলে ধরবে। যদি কোন ভাষা দেশের প্রত্যেক প্রান্তের মানুষকে বেধে রেখেছে তাহলে তা একমাত্র হিন্দি। এই ভাষাই সবচেয়ে বেশি বলা হয় ভারতবর্ষে।