মন্ত্রিসভার অনুমোদন পেল নাগরিকত্ব সংশোধনী বিল। এবার লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পেশ করা হবে। সূত্রের খবর ৯ ডিসেম্বর বিলটির খসড়া লোকসভায় পেশ করা হবে। রাজ্যসভায় পেশ করার কথা ১০ ডিসেম্বর। শীতকালীন অধিবেশনে এই বিলটি পাস করাতে মরিয়া মোদী সরকার। বুধবার মন্ত্রিসভায় নাগরীকত্ব সংশোধনী বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি প্রায় মন্ত্রীরায় উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সর্বসম্মতিতেই বিলটি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এবার লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পেশ এবং পাস করানোর প্রক্রিয়া শুরু করবে মোদী সরকার। সূত্রের খবর ৯ ডিসেম্বর লোকসভায় খসড়া বিলটি পেশ করা হবে। সেখানে আলোচনার পর ভোটাভুটিতে পাস করানো হবে বিলটি। তারপর ১০ ডিসেম্বর বিলটি রাজ্যসভায় পেশ করার কথা। দুই সভায় বিলটি পাস হলে সেটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।