কাটোয়া: মঞ্চে তখন জমিয়ে বসে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু। সবে অনুষ্ঠান শুরু কাটোয়ার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালের। সরকারি এক আধিকারিক হারমোনিয়ামে গান ধরেছেন, ‘বাজল তোমার আলোর বেণু’। হঠাৎ ছন্দপতন। খট-খটাস আওয়াজ। সঙ্গে আরে… উ… আওয়াজ। মঞ্চ ভেঙে নিচে। মন্ত্রী, সভাধিপতিদের প্রপাতধরণীতল থেকে তুলতে দেহরক্ষীদের দাপাদাপিতে মঞ্চ ভেঙে একেবারে মাটিতে। দু’জনকে পাঠাতে হল হাসপাতালে। পশু চিকিৎসক রাজেশ কয়াল ও কাটোয়ার কাউন্সিলর প্রণব দত্ত। বাকিরা অবশ্য সামলে নিলেন। দুর্ঘটনার পরে অবশ্য মন্ত্রী ভাঙা মঞ্চের সামনেই অনুষ্ঠান চালিয়ে যান। ঘটনা সম্বন্ধে তাঁর ছোট্ট মন্তব্য, বাড়ির তুলসীতলাতে প্রদীপ জ্বালতে গেলে কোনও কোনও সময় উল্টে যায়! মঞ্চ তৈরির ডেকরেটার্সের নির্মলেন্দু ভট্টচার্য বলছেন, মজবুত মঞ্চ ছিল। দুর্ঘটনার খবর পেয়ে গিয়ে দেখি মঞ্চের বেশ কিছ বাঁশ নেই। কারা করল তা খতিয়ে দেখা হচ্ছে।