জেলা

মমতা যতদিন বাংলার শাসনে, ততদিন এনআরসি নয়: শুভেন্দু

মুর্শিদাবাদঃ জাতীয় নাগরিক পঞ্জিকরণ ইস্যুর প্রতিবাদে শনিবার বিরাট মিছিল ও সমাবেশ করলেন শুভেন্দু। আক্রমণ করলেন কংগ্রেসকে। এবং তামাম মুর্শিদাবাদ জেলার মানুষের উদ্দেশে বললেন, “যতদিন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করবেন, ততদিন বাংলায় এনআরসি হবে না।”এমনিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনায় উদ্বাস্তু মানুষের সংখ্যা বিপুল। এ দিন জনসভা থেকে শুভেন্দু বলেন, “এই সমস্ত জেলাগুলিতে মানুষকে এনআরসি-র ভয় দেখানো হচ্ছে। কিন্তু জেনে রাখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় এনআরসি হবে না।” তিনি এ-ও জানান, পুজোর পরে এনআরসি বিরোধিতায় দু’লক্ষ মানুষের সমাবেশ হবে তৃণমূলের পক্ষ থেকে।লোকসভা ভোটের প্রায় এক বছর আগে থেকেই তৃণমূলের তরফে মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক হলেন শুভেন্দু। গত ভোটে তৃণমূলের হাত ছাড়া ছিল জেলার তিনটি লোকসভা আসনই। এ বার কংগ্রেসের গড় বলে খ্যাত মুর্শিদাবাদের দুটি আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল। আর বহরমপুরে জেতেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। এ দিন ফের একবার অধীরের বিরুদ্ধে তোপ দাগেন সেচ ও পরিবহণ মন্ত্রী। তাঁর অভিযোগ, অধীর চোধুরী এ বার সিপিএম আর বিজেপি-র সাহায্য নিয়ে জিতেছেন। তাঁর কথায়, “কংগ্রেসের রবিনহুড অধীরবাবুকে জেতাতে সিপিএম পোলিং এজেন্ট দিয়েছিল। আর দিল্লিতে দিলীপ ঘোষদের কাছে অধীরবাবু বলেছিলেন, আমার বিরুদ্ধে একটা কমা প্রার্থী দিন। আমার হিন্দু ভোটটা লাগবে। তাই ৪১টি আসনে বিজেপি-র জামানত না গেলেও বহরমপুরে তাদের জামানত চলে গিয়েছে।”