মালদা

মালদা কলেজে জৈব উৎপাদক বিষয়ক অ্যাড অন কোর্সের শুভ উদ্বোধন

হক জাফর ইমাম, মালদাঃ পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের সহায়তায় মালদা কলেজে জৈব উৎপাদক বিষয়ক অ্যাড অন কোর্সের শুভ উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার। এই দিনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন মালদা কলেজে জৈব উৎপদক কোর্সের শুভ উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে জৈব উৎপাদক কোষের শুভ উদ্বোধন করেন কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু। এছাড়া ওই এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, মালদা কলেজ এর প্রিন্সিপাল মানুষ কুমার বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী মানব বন্দোপাধ্যায়, প্রশিক্ষক উদয় ভানু রায় সহ অন্যান্য আধিকারিকরা। জানা গেছে উত্তরবঙ্গে এই প্রথম মালদা কলেজে জৈব উৎপাদক বিষয়ক কোর্সের উদ্বোধন হল। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি কৃষকরাও প্রশিক্ষণ নিতে পারবেন এই কোর্সে। প্রতিদিন ৫ ঘন্টা করে মোট ২০০ ঘন্টার প্রশিক্ষণ দেওয়া হবে এই কোর্সে।