কার্গিল নায়ক ক্যাপটেন বিক্রম বত্রার জীবনের উপর তৈরি বায়োপিক ‘শেরশাহ’। যুদ্ধ ভূমিতে ক্যাপটেন বিক্রমের কোড নেম ছিল শেরশাহ। সেই নাম অবলম্বন করেই ছবির নাম রেখেছেন পরিচালক বিষ্ণু বর্ধন। এই ছবিতে ক্যাপটেন বিক্রমের নাম ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্রা। আজ সিদ্ধার্থ-র জন্মদিনের দিনেই ‘শেরশাহ’-এর প্রথম পোস্টার প্রকাশ্যে আনলেন করণ জোহর । বিষ্ণুবর্ধন পরিচালিত এই অ্যাকশন ড্রামার অন্যতম প্রযোজক করণ। ছবির দুটি পোস্টার ট্যুইটারে শেয়ার করে করণ জোহর লিখেছেন, ‘আমরা কার্গিল যোদ্ধার বীরত্ব ও তাঁর শৌর্যের সামনে সম্মানে মাথা নত করছি। এই ছবি তাঁর উদ্দেশে আমাদের শ্রদ্ধা।ক্যাপ্টেন বিক্রম বতরার না জানা সত্য ঘটনা অবলম্বনে ‘শেরশাহ’, মুক্তি পেতে চলেছে ২০২০ সালের ৩ জুলাই।’ পোস্টারে বেশ শার্প লাগছে সিদ্ধার্থকে । পোস্টারেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কতটা নিপুণ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হবে ১৯৯৯ সালে হওয়া কার্গিল যুদ্ধের প্রতিটা দৃশ্য। কার্গিলের যুদ্ধেই মৃত্যু হয়েছিল এই সাহসী যোদ্ধার। তাঁকে সম্মান জানাতে পরবর্তী সময়ে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় বিক্রমের নামে পরম বীর চক্র। এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদবানী । তিনিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির পোস্টার শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন । এই ছবির অংশ হতে পেরে অভিনেত্রী গর্বিত ।