দেশ

মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে, শপথে যাচ্ছি না, টুইট মমতার

নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানিয়েছেন, দিল্লিতে যাওয়ার ইচ্ছা তাঁর ছিল। কিন্তু গত একঘণ্টা ধরে তিনি খবরে দেখেছেন, বিজেপি পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় মারা গিয়েছে ৫৪ জন। এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ, রাজ্যে ৫৪ জনের মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি । আজ টুইট করে একথা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সাংবিধানিক রীতি মেনে প্রধানমন্ত্রীর শপথে উপস্থিত থাকতে পারেন । কিন্তু, একদিন পরই টুইট করে তিনি বলেন, বিভিন্ন মিডিয়ায় দেখলাম রাজ্যে রাজনৈতিক হিংসায় ৫৪ জন খুন হয়েছেন বলে বিজেপি দাবি করছে । এটা একেবারে অসত্য । রাজ্যে রাজনৈতিক হিংসায় কেউ খুন হননি । ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিবাদ এবং অন্য কারণে ওই ৫৪ জনের মৃত্যু হয়ে থাকতে পারে । কিন্তু, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই । এরকম কোনও তথ্য নেই ।এরপর মোদিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “আমি দুঃখিত নরেন্দ্র মোদিজি । এই বিষয়টির জন্য আমি শপথে যেতে পারছি না । গণতন্ত্রের উদযাপন করার জন্য এই অনুষ্ঠান । কোনও দলের রাজনৈতিক লাভের জন্য নয় । আমায় মাপ করবেন । ”
ফাইল চিত্র।