কলকাতা

মেয়র পদে সুজিতেই ভরসা তৃণমূলের, জল্পনা তুঙ্গে

কলকাতাঃ বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন সব্যসাচী দত্ত। তারপরই প্রশ্ন উঠতে শুরু করছে, কে মেয়র হবেন। জানা গিয়েছে, গোষ্ঠীকোন্দলের বিধাননগরে সুজিতেই আস্থা রাখতে চাইছে তৃণমূল। নানা জল্পনা তৃণমূলের অন্দরেই। তাপস চট্টোপাধ্যায় থেকে কৃষ্ণা চক্রবর্তী। উঠে আসছে বহু নাম। সূত্রের খবর, বিধাননগর পৌরনিগমের পরবর্তী মেয়র হিসাবে এগিয়ে রয়েছেন একটি হেভিওয়েট নাম। তিনি হলেন মন্ত্রী সুজিত বসু। এপ্রসঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, ”মেয়র কে হচ্ছেন তা নিয়ে দল আমাকে কিছু বলেনি। তাই কোনও জল্পনাতে মুখ খুলবো না।” চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর কথায়, ”আমি দলের সৈনিক। দল যাঁকে দায়িত্ব দেবে তাঁকেই মেনে নেব।” জল্পনা যদি সত্যি হয়, তাহলে সুজিত বসুকে কোনও ওয়ার্ড থেকে জিতিয়ে আনতে হবে। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার ক্ষেত্রে যেভাবে একটি ওয়ার্ড থেকে জিতে এসেছিলেন তেমনই সুজিত বসুকে ছ-মাসের মধ্যে জিতে আসতে হবে কোনও ওয়ার্ড থেকে।