দেশ

রাজধানী এক্সপ্রেসে আইসক্রিমে মাদক মিশিয়ে খাইয়ে ছাত্রীর শ্লীলতাহানি, সাসপেন্ড অভিযুক্ত টিকিট পরীক্ষক

রাজধানী এক্সপ্রেসের টিকিট পরীক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল । এছাড়া এক প্যান্ট্রি কার কর্মীর বিরুদ্ধেও উঠেছে অভিযোগ। ঘটনাটি ঘটে দিল্লি-রাঁচি রাজধানী এক্সপ্রেসে। মঙ্গলবার এক ছাত্রীর অভিযোগ করেন, তাঁকে ট্রেনের ভিতরে শ্লীলতাহানি করা হয়। ঘটনায় ট্রেনের টিকিট পরীক্ষক ও এক প্যান্ট্রি কারের কর্মী জড়িত রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। নির্যাতিতা তরফে তাঁর সঙ্গী টুইটে লেখেন, ট্রেনের ওই টিকিট পরীক্ষক প্ল্যান্টি কারের কর্মীর সাহায্যে তাঁর বন্ধুকে শ্লীলতাহানি করেন। আইসক্রিমে মাদক মিশিয়ে তাঁকে খাইয়ে দেওয়া হয়। তিনি যখন অচৈতন্য হয়ে পড়েন। তারপরই তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। টুইটে তিনি রেলমন্ত্রককে ট্যাগও করেন। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই মহিলা একজন ছাত্রী। পরিচয় প্রকাশ পেলে তাঁর জীবনযাপন ব্যাহত হতে পারে, এমন আশঙ্কা করছেন তিনি। তাই তাঁর তরফে তাঁর সঙ্গী টুইট করেন। তবে সেই অভিযোগের ভিত্তিতেই ওই দুই রেলকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলেন রেলের পদস্থ কর্তারা। তারপরই পদক্ষেপ নেওয়া হয়। আপাতত ওই টিকিট পরীক্ষককে সাসপেন্ড করেছে রেল।