নয়াদিল্লিঃ তিন মাসের জন্য দিল্লিতে জাতীয় সুরক্ষা আইন কার্যকর করা হয়েছে । উল্লেখ্য গত এক মাসের বেশি সময় ধরে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এবং মিছিলে দিল্লির সর্বত্র অশান্তির আগুন জ্বলেছে । দিল্লি পুলিশের বক্তব্য এই নির্দেশনামা রুটিং মাফিক । লেফটেন্যান্ট গভর্নর (এলজি) অনিল বাইজাল জাতীয় সুরক্ষা আইন (এনএসএ)–এর আওতায় দিল্লি পুলিশ কমিশনারকে জরুরি ভিত্তিতে আটক করার ক্ষমতা দিয়েছেন বলে জানানো হয়েছে। সূত্রের খবর, যদি কর্তৃপক্ষ মনে করে যে কোনও ব্যক্তি জাতীয় সুরক্ষার জন্য ক্ষতিকর বা হুমকি স্বরূপ, তবে তাকে একমাসের জন্য প্রতিরোধমূলক আটক করা যেতে পারে। তিনমাসের জন্য দিল্লিতে এই আইন কার্যকর করা হয়েছে।




