কলকাতা

রাজভবনে মোদি-মমতার বৈঠক, উঠল সিএএ-এনআরসি ও বকেয়া পাওয়া টাকার প্রসঙ্গ

রাজ্যের ২৮ হাজার কোটি টাকা পাওনার কথা বলেছি প্রধানমন্ত্রীকে: মমতা

তন্ময় উপাধ্যায়, কলকাতাঃ কলকাতা জুড়ে বিক্ষোভের মধ্যেই রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রীর কনভয় রাজভবনে পৌঁছে যাওয়ার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দু-জনের মধ্যে ১৫ মিনিটের বৈঠক হয়। বৈঠক শেষে রাজভবনের বাইরে এসে মুখ্যমন্ত্রী বলেন, “সৌজন্যবোধের খাতিরে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখনই রাজ্যে এসেছেন সৌজন্যবোধের খাতিরে আমি দেখা করেছি ৷ দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা অন্য দেশের প্রধানমন্ত্রী আসলে তাঁদের স্বাগত জানাতে আমাদের একজন মন্ত্রী বিমানবন্দরে উপস্থিত থাকেন ৷ আজ তাই ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে গেছিলেন ৷” তিনি এও জানান রাজ্যের যা পাওনা আছে সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তিনি। সেইসঙ্গে এনআরসি, নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের ২৮ হাজার কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের কাছে। আমরা বলেছি রাজ্যের পাওনা মিটিয়ে দেওয়া হোক। সেই সঙ্গে নাগরিকত্ব আইন, এনআরসি এবং এনপিআর নিয়ে আমাদের আপত্তির কথা জানিয়েছি।” তাঁর কথায়, “আমি প্রধানমন্ত্রীকে বলেছি,  মানুষে মানুষে বৈষম্য হওয়া উচিত নয়। কোনও মানুষ যেন অত্যাচারিত না হয়। আপনারা ভাবনা চিন্তা করুন।” মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আর্থিক পাওনার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন ফাইল দেখবেন। এনআরসি এবং নাগরিকত্ব আইনের ব্যাপারে বলেছেন প্রয়োজনে দিল্লিতে কথা বলবেন। প্রধানমন্ত্রী এবিষয়ে এখানে কিছু বলতে পারবেন না ।”