রাজস্থানের পাঁচটি শহরে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নীচে। শনিবার রাজস্থানের সীকরে তাপমাত্রা মাইনাস 8 ডিগ্রি সেলসিয়াস। হিমাঙ্কের নীচে পারদ নামতেই রাস্তার পাশে, গাছের উপর দেখা গিয়েছে তুষারের পাতলা আস্তরণ। মরুরাজ্য হওয়ায় এমনিতেই রাজস্থানে তাপমাত্রার পারদের হেরফের অত্যধিক হয়। কিন্তু তুষারপাত হওয়ায় স্বভাবতই উদ্বিগ্ন সীকরবাসী। বেলা গড়ালেও রাস্তাঘাট প্রায় জনবিরল। যেটুকু জটলা দেখা গিয়েছে সেগুলি চায়ের দোকানে বা আগুন পোহানোর জন্য। শুধু সীকরই নয়, রাজস্থানের আরও শহরে পারদ হিমাঙ্কের নীচে ঘোরাফেরা করছে। ফতেপুরে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস, জোবনেরের তাপমাত্রা মাইনাস দু ডিগ্রি সেলসিয়াস, চুরুর তাপমাত্রা মাইনাস ০.৬ ডিগ্রি সেলসিয়া। রাজস্থানের একমাত্র শৈলশহর মাউন্ট আবুতে পারদ ছুঁয়েছে মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া জয়পুর এবং আজমেঢ়ে পারদ নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। গত ৩৫ বছরে জয়পুরে এতটা নীচে নামল পারদ।