দেশ

রাজীবকে খুঁজতে সিবিআই-সিআরপিএফ বৈঠক

নয়াদিল্লি : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে খুঁজে বের করার কাজে কার্যত রণে ভঙ্গ দিয়েছেন সিবিআইয়ের দুঁদে অফিসাররা। তাই এবার রাজীব কুমারের সন্ধান পেতে সিআরপিএফের দ্বারস্থ হল সিবিআই। বিষয়টি নিয়ে রবিবার সকালে সিআরপিএফের কর্তাদের সঙ্গে একপ্রস্ত বৈঠক হয় সিবিআই কর্তাদের। অন্যদিকে সোমবার সকাল সাড়ে দশটায়  কলকাতা হাই কোর্টে রাজীবের আগাম জামিনের আবেদনের শুনানি ফের শুরু হবে।  বিচারপতি সইদুল্লা মুন্সি এবং শুভাশিস দাশগুপ্তের এজলাসে সোমবার সিবিআইয়ের আইনজীবীরা তাঁদের বক্তব্য রাখবেন।৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজীবের ছুটি মঞ্জুর করা হয়েছিল। কিন্তু ছুটির মেয়াদ শেষ হলেও নিজের অফিসে যাননি প্রাক্তন নগরপাল। শুধু তাই নয়, ১২ সেপ্টেম্বর থেকে তাঁর কোনও খোঁজ মিলছে না। ২৫ সেপ্টেম্বরের পর ছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন রাজীব। তবে রাজীবের ওই আবেদন আপাতত ঝুলিয়ে রেখেছে নবান্ন। রাজ্য পুলিশের ডিজি ওই ছুটির আবেদন যেমন মঞ্জুর করেননি তেমনই নামঞ্জুরও করেননি। স্বাভাবিকভাবেই নবান্নের কাছে রাজীবের ছুটির বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছে সিবিআই। পাশাপাশি এমনটা শোনা যাচ্ছে যে, রাজ্য পুলিশের ডিজি রাজীবের বিষয়ে যদি সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা না করেন সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধেও তদন্তে ‘অসহযোগিতা’র অভিযোগ উঠতে পারে। কারণ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে সারদা মামলার তদন্ত করছে সিবিআই।রোজভ্যালি মামলায় হাজিরার জন্য সিবিআই রাজীবকে নোটিস ধরাতেই রাজ্যের গোয়েন্দা প্রধান ডিজির কাছে ছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করেন। গোয়েন্দা প্রধানের ছুটি নিয়েও আপত্তি তোলে সিবিআই। গোয়েন্দা সংস্থার আপত্তির কারণেই ডিজি রাজীবের ছুটির মেয়াদ বৃদ্ধি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে মনে করা হচ্ছে। তবে সোমবার কোনওভাবে শুনানি উতরে গেলে  আদালতে পুজোর ছুটি শুরু হয়ে যাবে। ফলে আগাম জামিনের মামলার ভবিষ্যত কী হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।