কলকাতাঃ রাজ্য সরকারের উদ্যোগে আজ ঘরে ফিরছেন জম্মু-কাশ্মীরে কর্মরত পশ্চিমবঙ্গের শ্রমিকরা ৷ কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ১ নভেম্বর রাতের ট্রেনে তাঁদের ফেরানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ আজ ঘরে ফিরছেন তাঁরা ৷ কলকাতা স্টেশনে দুপুর ৩.৪০ মিনিট নাগাদ পৌঁছানোর কথা তাঁদের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তাঁরা ৷ জীবিকার জন্য ভিনরাজ্যে কর্মরত এ রাজ্যের বহু শ্রমিক । কিন্তু কাশ্মীরে বারবার জঙ্গি হানার জেরে আতঙ্কিত তাঁরা । অনেকেই দ্রুত রাজ্যে ফিরতে চাইছেন । নবান্ন সূত্রে খবর, আতঙ্কে যাঁরা কাশ্মীর ছেড়ে ফিরে আসতে চাইছেন তাঁদের ফেরাতে সব রকম সাহায্য করছে রাজ্য সরকার । বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । কাশ্মীরে থাকা শ্রমিকদের পরিবারগুলির সঙ্গে জেলা প্রশাসনের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।