রাজ্যে শান্তি বজায় রাখতে রাজ্যপালের সহযোগিতা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ফের সংঘাত মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ৷ নাগরিকত্ব সংশোধনী আইন এবং তাকে ঘিরে বিক্ষোভ, প্রতিবাদের জেরে এবার মুখ্যমন্ত্রীকে তলব করলেন রাজ্যপাল ৷ অন্যদিকে, প্রকাশ্য সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কোনও ভাবেই মাথা নত করবেন না ৷ গত দু-তিনদিন ধরে চলা নাগরিকত্ব আইন ঘিরে ক্রমেই তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি ৷ কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলার নানা প্রান্তেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ৷ ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেছে রাজ্য ৷ কিন্তু, এখনও পর্যন্ত লাভের লাভ কিছুই হয়নি ৷ পরিস্থিতি যখন উত্তেজিত, ঠিক তখনই ফের একবার নতুন সাংবিধানিক সংকটের সামনে রাজ্য ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় গতকালই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও ডিজি বীরেন্দ্রকে ডেকে পাঠিয়েছিলেন ৷ কিন্তু, তাঁরা কেউই রাজ্যপালের সঙ্গে দেখা করেননি ৷ তাঁকে রিপোর্টও দেননি ৷ আর তারপরই আজ স্বয়ং মুখ্যমন্ত্রীকে তলব করলেন রাজ্যপাল ৷ আগামীকাল রাজভবনে দেখা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পাঠানো হয়েছে ৷ একই সঙ্গে রাজ্যের সমগ্র পরিস্থিতি নিয়ে গোয়েন্দা রিপোর্টও চেয়েছেন ধনকড় ৷ সূত্রের খবর, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথায় এই রিপোর্ট নিয়ে আলোচনা হতে পারে ৷ তারপর প্রয়োজনে কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রপতির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন রাজ্যপাল ৷ রাজ্যপাল ডেকে পাঠালেন, ঠিক তখনই তাঁর (রাজ্যপাল) ভূমিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী ৷ টুইট করে রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হলেন তিনি ৷ মমতার কটাক্ষ, শান্তিরক্ষায় সহযোগিতা করছেন না রাজ্যপাল ৷ রাজ্যপালের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ যে ভাবে তাঁকে ডেকে পাঠানো হয়েছে, তা নিয়ে অসন্তোষও চেপে রাখেননি মমতা ৷ মমতার পত্রবোমা, আমি রাজ্যপালের ভূমিকা নিয়ে খুবই মর্মাহত ৷ রাজ্য সরকারকে সাহায্য করা উচিত ছিল রাজভবনের ৷ ফাইল চিত্র।