কলকাতা জেলা

রাজ্যে ধর্মঘটে বিমান ও সড়ক পরিবহণের হাল

আজ বুধবার বাম-কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের ডাকা আজ ধর্মঘটে এখনও পর্যন্ত খবর অনুযায়ী বিমানবন্দরে এর কোনও প্রভাব পড়েনি। বিমান পরিষেবা স্বাভাবিকই রয়েছে। পাশাপাশি কলকাতায় সড়ক পরিবহণকে সচল রাখতে রাস্তায় প্রচুর বাস নামানো হয়েছে। তবে বেশ কিছু জায়য়ায় সড়ক অবরোধ থাকায় কিছুটা ব্যাহত হচ্ছে পরিষেবা। হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক, আরামবাগ-বর্ধমান, সিউড়ি বাসস্ট্যান্ডের সামনের রাস্তা, পাঁশকুড়ার রাতুলিয়াতে, কালনা ধাত্রীগ্রামে এসটিকেকে রোডে, বিষ্ণুপুরে রাস্তায় পথ অবরোধ করছেন ধর্মঘটীরা।দুর্গাপুর স্টিল টাউনশিপের কণিষ্ক মোড়ে ধর্মঘটীরা পথ অবরোধ করলেও তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা এসে পরিস্থিতি স্বাভাবিক করে। অন্যদিকে দুর্গাপুরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার প্রধান কার্যালয়ের সামনে পথ অবরোধ করলে পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। তারকেশ্বরে পথ অবরোধ করে রাখা হয়েছে। এর জেরে তারকেশ্বর-বৈদ্যবাটি রোড, তারকেশ্বর-চাঁপাডাঙা রোড অবরুদ্ধ হয়ে পড়ে। কলকাতা ও আশপাশের জেলাগুলির বেশ কিছু জায়গায় সড়ক অবরুদ্ধ করে রেখেছে ধর্মঘট সমর্থনকারীরা। বারাসতের চাপাডাঙা মোড় সহ একাধিক জায়গায় পথ অরোধ চলছে। বারুইপুরে বনধের সমর্থনে মিছিল ঘিরে গোলমাল হয়েছে। তবে সোনারপুরের ৩ জায়গা থেকে মিছিল বার করা হয়েছে।