কলকাতাঃ রোজভ্যালি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে হাজিরা দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ সকাল ১১ টা নাগাদ প্রসেনজিৎ সিজিও কমপ্লেক্সে আসেন। সূত্রের খবর, একটি প্রোজেক্টে কাজের জন্য প্রসেনজিতের সঙ্গে ৭ কোটি টাকার লেনদেন হয়েছিল রোজভ্যালির। সেই লেনদেনের বিষয়ে জানতে প্রসেনজিৎকে তলব করে ইডি। প্রসেনজিতের পাশপাশি সাত কোটি টাকা আর্থিক লেনদেনে ঋতুপর্ণার নামও উঠে এসেছিল। গতকাল ঋতুপর্ণাকে প্রায় সাত ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । সূত্রের খবর, সে বিষয়ে তাঁর থেকে জানতে চাওয়া হয় । পরে ইডি দপ্তর থেকে বেরিয়ে ঋতুপর্ণা বলেন, “আমাদের সংস্থাকে একটা চিঠি পাঠানো হয়েছিল । আমার সংস্থার সঙ্গে ওই সংস্থার কিছু কাজ হয়েছিল। ওঁদের এই কাজ সংক্রান্ত কিছু জিজ্ঞাসা ছিল । সেগুলো বুঝিয়ে দিয়ে এসেছি। ওঁরাও বুঝে গেছেন। সবকিছু সমাধান হয়ে গেছে। আর কোনও সমস্যা নেই । “