কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে করোনা তাড়াতে ‘গো করোনা গো’ বলে দেশজুড়ে হাসির রোল তুলেছিলেন। এবার প্রধানমন্ত্রীর মোমবাতি জ্বালানোর আবেদনে সাড়া দিতে গিয়ে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করেই অনুগামীদের নিয়ে রাস্তায় নেমে এলেন তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক রাজা সিং। ওই বিধায়ক রাস্তায় নেমে চিৎকার করে বললেন, ‘চিনা ভাইরাস ফেরত যাও, চিনা ভাইরাস ফেরত যাও’। এই লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করেই পথে নেমেছে প্রচুর মানুষও।