লকডাউনে করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে এবার দুষ্কৃতীদের খপ্পরে পড়লেন এক ব্যবসায়ী। দিনেদুপুরে লুঠ হয়ে গেল নগদ চার লক্ষ টাকা। আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উত্তর দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম বাজিতপুরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের সিএসপি বা গ্রাহক সেবাকেন্দ্র চালান অমল রায় নামে এক ব্যক্তি। লকডাউনে ব্যাঙ্ককে ছাড় দিয়েছে প্রশাসন, খোলা থাকছে গ্রাহক সেবাকেন্দ্রগুলিও। তবে করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও গ্রাহক সেবাকেন্দ্রগুলিকে খোলা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। আর সেই পরামর্শ মানতেই গিয়ে ঘটল বিপত্তি। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের সন্ধান মেলেনি।