খেলা

লিগের লড়াই থেকে কার্যত ছিটকে গেল মোহনবাগান

কলকাতা: ফের চাপের মুখে মুখ থুবড়ে পড়ল কিবু ভিকুনার মোহনবাগান। মিনি ডার্বিতে ‘রক্ষণহীন’ সবুজ-মেরুন শিবিরকে হারিয়ে দিল মহামেডান। এদিনের রক্ষণে গুরজিন্দর, কিমকিমারা থাকলেও, মহামেডান আক্রমণের সামনে তাদের চোখেই পড়ল না। একপ্রকার রক্ষণহীন দশা হল সবুজ মেরুনের। ফলস্বরূপ আক্রমণভাগে ক্ষীপ্রতা দেখালেও ৩-২ গোলে ম্যাচ হারতে হল মোহনবাগানকে।গুরুত্বপূর্ণ ম্যাচকে অতিরিক্তি গুরুত্ব দিয়েই দেখছিলেন মোহনবাগান কোচ। আগেই জানিয়ে রেখেছিলেন, লিগে কোনও দুর্বল দল নেই। তাই কাউকে হালকাভাবে নেওয়া যাবে না। কিন্তু, তাঁর সেই কথার প্রভাব খেলার মাঠে দেখা গেল না। ম্যাচের শুরুটা বিভ্রান্তের মতোই করল মোগনবাগান। মহামেডানের চিডি, ওমোলোজা আর তীর্থঙ্করদের আক্রমণের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করল মোহনবাগানের রক্ষণ। ম্যাচের মাত্র ১০ মিনিটের মধ্যেই জোড়া গোল হজম করে ব্যাকফুটে চলে গেল সবুজ মেরুন শিবির। এদিন প্রথম থেকেই ত্রিফলাকে ব্যবহার করে আক্রমণের পথে হাঁটেন মহামেডানের টিডি দীপেন্দু বিশ্বাস। তাঁর সেই আক্রমণের সামনে গুরজিন্দর-কিমকিমারা দাঁড়াতেই পারলেন না। প্রথম ১৫ মিনিটে মোহনবাগান আরও গোল খায়নি সেটাই ভাগ্যের ব্যপার।মিনিট পনেরোর পরে অবশ্য কিছুটা ম্যাচে ফেরে সবুজ মেরুন শিবির। ম্যাচের ২৪ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান করেন বেইতিয়া। দ্বিতীয়ার্ধের মিনিট পনেরো খেলা পেরতেই ব্যবধান আরও বাড়িয়ে দেন মহামেডানের জন চিডি। ৮২ মিনিটে সালভা চামোরো গোল করে ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি বাগানের। হারের ফলে ৭ ম্যাচে ১৪ পয়েন্টেই দাঁড়িয়ে রইল মোহনবাগান। অন্যদিকে, মহমেডান ১৬ পয়েন্ট নিয়ে চলে গেল দ্বিতীয় স্থানে। এদিনের হারের ফলে মোহনবাগানের লিগ জয়ের আশা কার্যত শেষ। অন্যদিকে, মহামেডান এখনও লিগ জয়ের আশা জিইয়ে রাখল। তবে, এই মুহূর্তে লিগের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে পিয়ারলেস।