দেশ

লোকসভায় পাশ ‘‌ট্রান্সজেন্ডার বিল‌’

আজ পাশ হয়ে গেল ‘‌ট্রান্সজেন্ডার বিল, ২০১৯’‌। এতদিন ধরে রূপান্তরকামী ও রূপান্তরিতদের জন্য যে আইন ছিল, তার অনেকেই বিরোধিতা করতেন। এবার প্রায় ৩২টি সংশোধনী সহ পাশ হয়ে গেল নতুন বিল। যদিও, ভারতের প্রায় সাড়ে চার লক্ষ রূপান্তরিতদের অনেকেই এই বিলের সিদ্ধান্তে খুশি নন। কারণ, তাঁদের মতে এতে নতুন কিছু সুবিধা পাবেন না তাঁরা। আগের নির্দেশনামায় বলা হয়েছিল, রূপান্তরিত বা রূপান্তরকামীরা রাস্তায় ভিক্ষা করলে সেটিকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। এবার থেকে সেই আইন বদলে দেওয়া হল। ভিক্ষা করা আর অপরাধ হবে না। তবে, অপরাধের তালিকায় বেশ কয়েকটি বিষয়কে যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সামাজিক স্থান ব্যবহার করতে না দেওয়া, বাড়ি, গ্রাম বা অন্য বাসস্থান থেকে রূপান্তরিতদের বের করে দেওয়া এবং শারিরীক, যৌন, মৌখিক, মানসিক ও অর্থনীতিক হেনস্থা করা হলে, অভিযুক্তকে শাস্তি দেওয়া হবে এই আইনের বলে। এছাড়া, যে রূপান্তরিত বা রূপান্তরকামী পরিচয়পত্র চাইবেন, তাঁকে জেলা স্তরের একটি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। সেখানে নিজেকে নারী, পুরুষ, অথবা অন্য কোনও পরিচয়ে তিনি দেখতে চান কিনা, সেটা জানালে একপ্রস্থ পরীক্ষা করে চূড়ান্ত পরিচয়পত্র প্রদান করা হবে।