দেশ

শনিবারেই চূড়ান্ত তালিকা, উত্‍কণ্ঠার প্রহর গুনছে ৪১ লক্ষ অসমবাসী, জারি ১৪৪ ধারা

অসমঃ আগামীকাল অসমে প্রকাশিত হতে চলেছে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। সময় এগিয়ে আসছে, বাড়ছে উত্‍কণ্ঠা। কে দেশি, কেই বা বিদেশি? এই প্রশ্ন ও উত্‍কণ্ঠা নিয়েই আজ দিন কাটছে বহু মানুষের। আগেই খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৪১ লক্ষ মানুষের নাম। আগামীকাল সকাল ১০টায় অনলাইনে প্রকাশিত হবে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। যাঁরা ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেন না। তাঁর কাছের এনআরসি সেবাকেন্দ্রগুলিতে (এনএসকে) গিয়ে সেই তালিকা দেখতে পাবেন। তবে ‘নাগরিকপঞ্জিতে নাম না থাকলেই তিনি বিদেশি হয়ে যাবেন না’-এই মর্মেই নাগরিকপঞ্জি নিয়ে সচেতনতা বার্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক। অসমের খসড়া নাগরিকপঞ্জিতে যাঁদের নাম নেই তারা পুনরায় ফরেনার্স ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন, জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে যাঁদের নাম তাঁরা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আবেদন করার সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে। কোনওরকম গুজবে কান না দেওয়ার আর্জি জানিয়েছে অসম পুলিশ । পাশাপাশি একাধিক স্পর্শকাতর এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা । চেক পোস্টও চালু করা হয়েছে, বাসিন্দাদের কাছে শান্তি বজায় রাখার আর্জি জানানো হয়েছে ।