কলকাতা

শহরের প্রত্যেক বৃদ্ধ দম্পতির নিরাপত্তায় আরও কড়া পদক্ষেপ পুলিস কমিশনারের, বসছে সিসিটিভি

কলকাতাঃ নেতাজি নগরের বৃদ্ধ দম্পতির খুনের জেরে কলকাতায় একাকী বৃদ্ধ দম্পতির নিরাপত্তায় এবার  থেকে আরও কড়া পুলিস প্রশাসন। প্রত্যেক থানার ওসিকে কড়া নির্দেশ পুলিস কমিশনার অনুজ শর্মার। এবার শহরের প্রত্যেক বৃদ্ধ দম্পতির বাড়ির চারপাশ খতিয়ে দেখবে পুলিস। তাঁদের বাড়ির পাশে রাস্তায় বসানো হবে সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরার যোগ থাকবে স্থানীয় থানার সঙ্গে। থানাতেই বসে কর্তব্যরত পুলিসকর্মী ওই এলাকায় প্রত্যেকের গতিবিধির ওপর নজর রাখতে পারবেন। লালবাজারে সব ডিসি,  অতিরিক্ত কমিশনার দের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপত্তায় তৈরি হয় ‘SOP’। এর মাধ্যমে বিভিন্ন এলাকা নিয়ে তৈরি হবে ‘বিট কনস্টেবল’। সব এলাকার বৃদ্ধ-বৃ্দ্ধা, যাঁরা একা থাকেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে ডেটাবেস বানানো হবে। যাঁরা তাঁদের বাড়িতে কাজ করেন,  যাঁদের সঙ্গে রোজ যোগাযোগ থাকে (দুধওয়ালা, পেপারওয়ালা) তাঁদের নাম নম্বর নেওয়া হবে। বাড়িতে প্লাম্বার রাজমিস্ত্রি দিয়ে কাজ করালে বিট কনস্টেবলকে বলতে হবে। ‘Security Audit’ তৈরি করা হবে। অর্থাৎ বাড়িতে ডোর বেল আছে কিনা, সিসিটিভি আছে কিনা, এলাকায় দুষ্কৃতী আছে কিনা, সেই সব তথ্য সংগ্রহ করা হবে। পুরো বিষয়টা দেখবেন অ্যাসিট্যান্ট কমিশনাররা।