শিলাবৃষ্টির জেরে মাঝ আকাশে ফাটল একটি বেসরকারি বিমানের উইন্ড শিল্ড। বিশেষ অনুমতি নিয়ে কলকাতায় জরুরি অবতরণ করল বিমান। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ ১৭১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেয় একটি বেসরকারি সংস্থার বিমানটি। বিমানে ছিলেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসও। মাঝ আকাশে তুমুল ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। তার জেরে ভেঙে যায় পাইলটের সামনের উইন্ড শিল্ড। তীব্র আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। শুরু হয় কান্নাকাটি। সঙ্গে সঙ্গেই কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। অনুমতি মেলার পর দক্ষতার সঙ্গে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। যাত্রীরা অক্ষত রয়েছেন।